প্রতারণা করে বৃদ্ধার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে

জলপাইগুড়িতে প্রতারণা করে বৃদ্ধার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে আক্রান্ত হলেন পঁচাত্তর বছরের বৃদ্ধা। হাসপাতালে ভর্তি জখম বৃদ্ধা।

Updated By: Jan 7, 2017, 07:58 PM IST
প্রতারণা করে বৃদ্ধার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: জলপাইগুড়িতে প্রতারণা করে বৃদ্ধার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে আক্রান্ত হলেন পঁচাত্তর বছরের বৃদ্ধা। হাসপাতালে ভর্তি জখম বৃদ্ধা।

স্বামীর মৃত্যুর পর থেকেই সংসার চালাতে গিয়ে বিক্রি করতে হয়েছে একের পর এক জমি। বাইশ বিঘা জমি ছিল। চার মেয়ে দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে, জমি বিক্রি করে সংসার টেনেছেন জলপাইগুড়ির পিলখানা কলোনির রংমালা সরকার। এখন তিনি বৃদ্ধা। এখন কে তাঁকে দেখবে? সেই কথা ভেবে এবার, বাকি সাড়ে চার বিঘা জমিও বিক্রি করায় ছেলে মেয়েরা। জমি বিক্রি বাবদ মেলে সাড়ে ছয় লাখ টাকা। বৃদ্ধার হতে ছিল আরও তিন লাখ। মোট ন লাখ টাকা ব্যাঙ্কে জমা হয়। এরপরেই শুরু আসল গল্প। পোস্ট অফিস সুদ বেশি এই কথা বলে বৃদ্ধাকে দিয়ে ব্যাঙ্কের টাকা তুলিয়ে নেয় বড় মেয়ে ও জামাই। অভিযোগ সেই টাকা আর পোস্ট অফিসে জমা পড়েনি।

আরও পড়ুন শিক্ষক সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী, দিলেন একাধিক সুযোগ-সুবিধা

সেই ন লক্ষ টাকা ফেরত চাইতে গিয়েই বিপদে পড়েছেন বৃদ্ধা রংমালা। অভিযোগ, টাকা চাওয়ায় বৃদ্ধাকে লক্ষ করে গরম জল ছোড়া হয়, চুলের মুঠি ধরে কিল ঘুষি মারা হয়। মেয়ে-জামাইয়ের হাতেই রক্তাক্ত হন পঁচাত্তর বছরের এই বৃদ্ধা।

বৃদ্ধার ছয় ছেলে, মেয়েই এখন প্রতিষ্ঠিত, স্বচ্ছল। তবু পঁচাত্তরের বৃদ্ধাকে হিসেব রাখতে হয় ব্যাঙ্ক-পোস্ট অফিসের। হিসেব মেলাতে গিয়ে পুড়তে হয় গরম জলে। রক্তাক্ত অবস্থায় তিনি ভর্তি জলপাইগুড়ি সদর হাসপাতালে। ছেলে-মেয়েরা বলছেন, সবই তো ঠিক ছিল। যত গোলমাল করেছে শুধু বড় মেয়ে ও জামাই।

আরও পড়ুন ১৮ তারিখ ১ লক্ষ কর্মী নিয়ে সিবিআই দফতর ঘেরাও করবে সিপিএম

.