চোপ এফেক্ট

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত মুখ খুলছেন তাঁর দল তত বিপদে পড়ছে। `সাজানো ঘটনা`, `সব করে দিয়েছি`, `মিডিয়া সব বানিয়ে বলছে` এসব কথাগুলো তো আছেই, ক`দিন আগেই কামদুনিতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়ায়, এক মহিলাকে ধমক দিয়ে মমতা বললেন, চোপ...। প্রতিবাদকে চোপ শব্দে চুপ করানোর এই উপায় কি পঞ্চায়েত ভোটে প্রভাব ফেলবে? সব অন্যায়ে গর্জে ওঠা গ্রাম বাংলা কি এই চোপ শব্দের কথাটা মাথায় রেখে পঞ্চায়েতে ভোট দিতে চাইবে।

Updated By: Jul 7, 2013, 02:55 PM IST

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত মুখ খুলছেন তাঁর দল তত বিপদে পড়ছে। `সাজানো ঘটনা`, `সব করে দিয়েছি`, `মিডিয়া সব বানিয়ে বলছে` এসব কথাগুলো তো আছেই, ক`দিন আগেই কামদুনিতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়ায়, এক মহিলাকে ধমক দিয়ে মমতা বললেন, চোপ...। প্রতিবাদকে চোপ শব্দে চুপ করানোর এই উপায় কি পঞ্চায়েত ভোটে প্রভাব ফেলবে? সব অন্যায়ে গর্জে ওঠা গ্রাম বাংলা কি এই চোপ শব্দের কথাটা মাথায় রেখে পঞ্চায়েতে ভোট দিতে চাইবে।

.