চা শ্রমিকদের মৃত্যু মিছিল

হাতে কাজ নেই। পেটে ভাত নেই। অসুস্থ হলে চিকিত্‍সা করানোর সামর্থ্যটুকুও নেই। অনাহারে, অর্ধাহারে বেড়েই চলেছে মৃত্যুমিছিল। নেই-রাজ্য বাগরাকোটের সঙ্গে এবার যোগ হল আরও একটি নাম, ধুমচিপাড়া চা বাগান।

Updated By: Nov 7, 2015, 09:04 PM IST
চা শ্রমিকদের মৃত্যু মিছিল

ব্যুরো: হাতে কাজ নেই। পেটে ভাত নেই। অসুস্থ হলে চিকিত্‍সা করানোর সামর্থ্যটুকুও নেই। অনাহারে, অর্ধাহারে বেড়েই চলেছে মৃত্যুমিছিল। নেই-রাজ্য বাগরাকোটের সঙ্গে এবার যোগ হল আরও একটি নাম, ধুমচিপাড়া চা বাগান।

চা বাগানে কাজ নেই । ফ্যাক্টরি শুনশান। নিরন্ন মানুষের দীর্ঘশ্বাসে ক্রমশই ভারী হচ্ছে চা বাগানের বাতাস। এবার ধুমচিপাড়া। ডানকান্সের আরও একটি চা বাগানে নেমে এল মৃত্যু। একজন শঙ্কর পাইক, অন্যজন মোতিয়া কেরকেট্টা। ধুমচিপাড়া চাবাগান হাসপাতালের ডাক্তাররা বলছেন, অপুষ্টির কারণেই মৃত্যু হ দুজনের। যদিও বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিডিওর দাবি, চাবাগানে অপুষ্টির জেরে মৃত্যুর খবর তাঁদের কাছে নেই।

গত প্রায় ছমাস  অচলাবস্থা চলছে ডানকানস গ্রুপের চাবাগানগুলিতে। এর আগে বাগরাকোট চাবাগানে তেরোজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। অভাবের তাড়নায় মৃত্যু এবার থাবা বসাল ধুমচিপাড়া চাবাগানে। ছমাস ধরে বেতন নেই। নেই রেশন। বিল বাকি থাকায়  কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের কানেকশন। পিএফের টাকাও ঠিকমতো জমা পড়ছে না। অথচ মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। নোটিস দিয়ে চাবাগান বন্ধ করার কথাও জানানো হয়নি। অথচ কর্মীরা তাঁদের প্রাপ্যটুকুও পাচ্ছেন না।

মাসের পর মাস যায়। হতাশায় ঘেরা ধুমচিপাড়া। মুখে মুখে এখন একটাই প্রশ্ন, এ আঁধারের শেষ কোথায়!

.