৩৩৬ ঘণ্টা পর পাঞ্জাবে খোঁজ মিলল ধুপগুড়ির আলু ব্যবসায়ীর

পঞ্জাব পুলিসের তত্‍পরতায় উদ্ধার হলেন ধুপগুড়ির এক আলু ব্যবসায়ী। আজ তাঁকে রাজ্য পুলিসের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। আলুর বীজ কিনতে গত মাসের ২৯ তারিখ পঞ্জাবে যান জলপাইগুড়ির ধুপগুড়ির বাসিন্দা দুলাল ঘোষ। শনিবার থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারছিলেন না স্ত্রী রীতা ঘোষ। সোমবার রাতে তাঁর কাছে একটি ভিডিও ক্লিপ আসে অজ্ঞাত ঠিকানা থেকে। দেখা যায়, তিন চারজন মিলে দুলাল ঘোষকে মারছে। ছেড়ে দেওয়ার জন্য চার লক্ষ টাকা দাবি করা হয়। ভিডিও ক্লিপ নিয়ে ধুপগুড়ি থানায় অভিযোগ জানান রীতা দেবী। এরপরই পঞ্জাব পুলিসের সঙ্গে যোগাযোগ করে, স্ত্রী রীতাদেবীকে সঙ্গে নিয়ে সেখানে যায় ধুপগুড়ি থানার একটি দল।

Updated By: Dec 8, 2015, 11:01 AM IST
৩৩৬ ঘণ্টা পর পাঞ্জাবে খোঁজ মিলল ধুপগুড়ির আলু ব্যবসায়ীর

ওয়েব ডেস্ক: পঞ্জাব পুলিসের তত্‍পরতায় উদ্ধার হলেন ধুপগুড়ির এক আলু ব্যবসায়ী। আজ তাঁকে রাজ্য পুলিসের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। আলুর বীজ কিনতে গত মাসের ২৯ তারিখ পঞ্জাবে যান জলপাইগুড়ির ধুপগুড়ির বাসিন্দা দুলাল ঘোষ। শনিবার থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারছিলেন না স্ত্রী রীতা ঘোষ। সোমবার রাতে তাঁর কাছে একটি ভিডিও ক্লিপ আসে অজ্ঞাত ঠিকানা থেকে। দেখা যায়, তিন চারজন মিলে দুলাল ঘোষকে মারছে। ছেড়ে দেওয়ার জন্য চার লক্ষ টাকা দাবি করা হয়। ভিডিও ক্লিপ নিয়ে ধুপগুড়ি থানায় অভিযোগ জানান রীতা দেবী। এরপরই পঞ্জাব পুলিসের সঙ্গে যোগাযোগ করে, স্ত্রী রীতাদেবীকে সঙ্গে নিয়ে সেখানে যায় ধুপগুড়ি থানার একটি দল।

.