জেলার সমবায় ব্যাঙ্কগুলিতে ED-র তল্লাশি

কালো টাকা সাদা করার অভিযোগ। নোট বাতিলের পর মাত্র এক সপ্তাহে জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে ৪০০ কোটি টাকা। প্রায় ছ হাজার ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান নাবার্ডের। ED-র নজরে জেলার সমবায় ব্যাঙ্কগুলি। কৃষ্ণনগর, উলুবেড়িয়া আর চুঁচুড়ায় সমবায় ব্যাঙ্কে ED-র তল্লাসি। খতিয়ে দেখা হল নথি। জানা গেছে  KYC  তথ্য ছাড়াই প্রচুর টাকা জমা পড়েছে।

Updated By: Dec 23, 2016, 06:27 PM IST
জেলার সমবায় ব্যাঙ্কগুলিতে ED-র তল্লাশি

ওয়েব ডেস্ক : কালো টাকা সাদা করার অভিযোগ। নোট বাতিলের পর মাত্র এক সপ্তাহে জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে ৪০০ কোটি টাকা। প্রায় ছ হাজার ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান নাবার্ডের। ED-র নজরে জেলার সমবায় ব্যাঙ্কগুলি। কৃষ্ণনগর, উলুবেড়িয়া আর চুঁচুড়ায় সমবায় ব্যাঙ্কে ED-র তল্লাসি। খতিয়ে দেখা হল নথি। জানা গেছে  KYC  তথ্য ছাড়াই প্রচুর টাকা জমা পড়েছে।

আরও পড়ুন, ভেড়ি দখলকে কেন্দ্র করে ফের ভাঙড়ে গোষ্ঠী লড়াই

একই পরিবারে তিনজনের মৃত্যু ঘিরে রহস্য!

.