বাড়িতে নেই বিদ্যুত্‍, তবু প্রতি মাসে আসে বিল!

Updated By: Mar 2, 2015, 03:31 PM IST
বাড়িতে নেই বিদ্যুত্‍, তবু প্রতি মাসে আসে বিল!

বিদ্যুত নেই। তবে বাড়ি বাড়ি চলে এসেছে বিদ্যুতের বিল। তাও আবার ৫০০ থেকে ১৫০০ টাকা। এমনই ঘটনা আলিপুরদুয়ারের কুমারগ্রামের চ্যাংমাড়ি গ্রামে। হতবাক বাসিন্দারা। বিদ্যুত্‍ দফতরের কর্তারা এ নিয়ে বলতে নারাজ।

বছর দুই আগের কথা। অসম বাংলা সীমানা লাগোয়া চ্যাংমারী গ্রামে বিদ্যুতের খুঁটি বসেছিল। গ্রামে আলো আসবে, এই আশায় গ্রামের অনেকেই তখন বিদ্যুতের জন্য  আবেদনও করেন। দুবছর পেরিয়ে গেলেও খুঁটিতে বিদ্যুতের তার লাগানোও সম্পূর্ণ করতে পারেনি বিদ্যুত্‍ দফতর। এরই মধ্যে বেশ কয়েকজনের বাড়িতে বসেছিল মিটার। বিদ্যুত্ নেই, তাই মিটারও ঘোরে না। অথচ গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের জন্য বিল এসে গিয়েছে গ্রামবাসীদের বাড়ি বাড়ি।

আলোই জ্বলল না গ্রামে, তখন কীভাবে এলো এত টাকার বিল? বিদ্যুত্ দফতরের কর্তারা কিছু বলতে নারাজ। তবে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা।

 

.