হাতি তাড়াতে বৈঠক

গত কয়েকদিন ধরে বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার হাতির পাল। হাতির হানায় তাঁদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এনিয়ে বাঁকুড়ায় রবিবার বৈঠক করেন বনমন্ত্রী হিতেন বর্মন।

Updated By: Jan 29, 2012, 09:29 PM IST

গত কয়েকদিন ধরে বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার হাতির পাল। হাতির হানায় তাঁদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এনিয়ে বাঁকুড়ায় রবিবার বৈঠক করেন বনমন্ত্রী হিতেন বর্মন।
বারবার হাতির হানায় ক্ষয়ক্ষতির জেরে জমছিল অভিযোগ। কিছুদিন আগে বাঁকুড়ার বাঁকাদহে ফসল ছড়িয়ে প্রতিবাদও জানান স্থানীয় মানুষ। ওই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বনমন্ত্রী হিতেন বর্মন আধিকারিক এবং স্থানীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন বাঁকুড়ায়। দলমা এবং ওড়িশা থেকে আসা হাতির পাল দ্রুত ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ভবিষ্যতে ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তেই হাতির পাল যাতে আটকে দেওয়া যায়, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তাঁরা। অন্যদিকে, হাতির তাণ্ডবে যে সব স্থানীয় বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

.