কালীমূর্তির হাতে সদ্যোজাতর কাটা মুণ্ড, ধৃত তান্ত্রিক

মন্দিরে পুজো দেখতে গিয়ে কালীমূর্তির হাতে এক শিশুর ধড়হীন মাথা ঝুলতে দেখলেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে বাঁকুড়ার শালতোড়া গ্রামের খালপাড়ে শ্মশানে মন্দিরে কালীমূর্তির হাতে সদ্যজাতর কাটা মুণ্ডু দেখে পুলিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

Updated By: Jan 29, 2012, 09:16 PM IST

মন্দিরে পুজো দেখতে গিয়ে কালীমূর্তির হাতে এক শিশুর ধড়হীন মাথা ঝুলতে দেখলেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে বাঁকুড়ার শালতোড়া গ্রামের খালপাড়ে শ্মশানে মন্দিরে কালীমূর্তির হাতে সদ্যজাতর কাটা মুণ্ডু দেখে পুলিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শিশুর মাথা থেকে রক্ত ঝরছিল। আর সেই রক্ত পান করছিল তান্ত্রিক লক্ষ্ণীকান্ত কর্মকার। ওই স্থানীয় তান্ত্রিক শিশুবলি দেয়। শিশুটিকে অন্য জায়গা থেকে ধরে এনে পাশবিক অত্যাচার করা হয়। এলাকায় নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ওই তান্ত্রিক। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ নানা দুষ্কর্মে জড়িত বলেও অভিযোগ গ্রামবাসীদের। তবে শিশুটির পরিচয় জানা যায়নি। কালীমূর্তির হাতে শিশুর ধড়হীন মাথা দেখে ওই তান্ত্রিককে ধরে প্রথমে মারধর শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে প্রায় ঘণ্টা দুয়েক পরে ঘটনাস্থলে পৌঁছান বাঁকুড়ার পুলিস সুপার প্রণব কুমার এবং অতিরিক্ত পুলিস সুপার সৈয়দ ওয়াকার রাজা। নরবলির অভিযোগে লক্ষ্ণীকান্ত কর্মকারকে গ্রেফতার করে পুলিস। যদিও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে ওই তান্ত্রিক। ধৃত তান্ত্রিককে আজ আদালতে তোলা হবে।
 

.