এনসেফেলাইটিসের হানায় আক্রান্ত উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আবার এনসেফেলাইটিসের হানা। এবার বছরের শুরুতেই মারাত্মক অবস্থা। গত ২ মাসে এনসেফেলাইটিসে মারা গেছেন ৬জন। চিকিত্‍সা চলছে আরও ৫ জনের। বিশেষ করে, আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে জ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে। ছড়াচ্ছে আতঙ্ক। বেডে কুলোনো যাচ্ছে না এত রোগী। জ্বরেই আক্রান্ত সিংহভাগ। সন্দেহ, এনসেফালাইটিস, ম্যালেরিয়া নয় তো?

Updated By: Mar 3, 2016, 05:44 PM IST
এনসেফেলাইটিসের হানায় আক্রান্ত উত্তরবঙ্গ

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে আবার এনসেফেলাইটিসের হানা। এবার বছরের শুরুতেই মারাত্মক অবস্থা। গত ২ মাসে এনসেফেলাইটিসে মারা গেছেন ৬জন। চিকিত্‍সা চলছে আরও ৫ জনের। বিশেষ করে, আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে জ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে। ছড়াচ্ছে আতঙ্ক। বেডে কুলোনো যাচ্ছে না এত রোগী। জ্বরেই আক্রান্ত সিংহভাগ। সন্দেহ, এনসেফালাইটিস, ম্যালেরিয়া নয় তো?

বছরের শুরু থেকেই এবার উত্তরবঙ্গে থাবা বসিয়েছে এনসেফালাইটিস। বাড়ছে মৃতের সংখ্যা। অসুস্থদের মধ্যে কেউ কোচবিহার, কেউ দার্জিলিং জেলা আবার কেউ আলিপুরদুয়ারের বাসিন্দা। খুবই খারাপ অবস্থা মালবাজার বাগরাকোটের চান্দাকোম্পানি কলোনির। এখানে জ্বর প্রায় প্রতি ঘরে ঘরে। অভিযোগ, শুধু এনসেফালাইটিসই নয়, ছড়াচ্ছে ডেঙ্গিও।

এলাকাবাসীর ক্ষোভ, ৩১ নম্বর জাতীয় সড়কের দুধারে যে ড্রেন রয়েছে, তা দীর্ঘদিন পরিস্কার হয় না। ফলে জঞ্জালের স্তূপ তৈরি হয়েছে। মশার আঁতুরঘর হয়ে উঠেছে গোটা এলাকা। পঞ্চায়েতকে বারবার জানিয়েও ফল হচ্ছে না বলে অভিযোগ।

মশার এমনই উপদ্রব যে, দিনের বেলাও টেকা দায়। বলছেন স্থানীয়রা। কবে প্রশাসন মুখ ফিরে তাকায়, এখন তারই অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

.