ভাঙণের কবলে মুর্শিদাবাদের লালগোলা

মুর্শিদাবাদের লালগোলায় ভাঙণ কবলিত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন সেচদফতরের আধিকারিকরা। সোমবার সকালে আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়া এলাকার বাসিন্দারা।

Updated By: Oct 31, 2011, 11:59 AM IST

মুর্শিদাবাদের লালগোলায় ভাঙণ কবলিত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন সেচদফতরের আধিকারিকরা। সোমবার সকালে আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়া এলাকার বাসিন্দারা। ভাঙন কবলিত এই এলাকার বাসিন্দাদের দাবি, মাত্র মাসদুয়েক আগেই প্রায় চার কোটি টাকা ব্যায়ে পদ্মার পাড় মেরামতির কাজ করা হয়েছিল। তবে ফের এলাকায় ভাঙণের জেরে এবার তদন্তের দাবি করেছেন এলাকাবাসী।  রবিবার দুপুর থেকে লালগোলা থানার ময়া অঞ্চলের সাধকপাড়া, মুনিয়াপাড়া সহ একাধিক এলাকায় শুরু হয় ভাঙন। ইতিমধ্যেই পদ্মাগর্ভে তলিয়ে গেছে প্রায় তিনশো মিটার এলাকা। গৃহহীন হয়ে পড়েছেন বেশকয়েকটি পরিবার। তবে বাসিন্দাদের অভিযোগ, চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সরকারের তরফে কোনওরকম ত্রাণ এসে পৌঁছোই নি এলাকায়।

.