ফের বন্যার ভ্রূকুটি উত্তরবঙ্গে

পাহাড় ও সমতলে একটানা বৃষ্টি। তার ওপর তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল। ফলে  মাল ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। তিস্তার সংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা।

Updated By: Aug 28, 2015, 08:19 PM IST
ফের বন্যার ভ্রূকুটি উত্তরবঙ্গে

ব্যুরো: পাহাড় ও সমতলে একটানা বৃষ্টি। তার ওপর তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল। ফলে  মাল ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। তিস্তার সংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা।

দক্ষিণবঙ্গ স্বাভাবিক। তবে উত্তরবঙ্গে ফের বন্যার ভ্রূকুটি। বুধবার রাত থেকে পাহাড়ে লাগাতার বৃষ্টি। ফলে গজলডোবার তিস্তা ব্যারাজে জলের চাপ বাড়ছে। 

খুলে দেওয়া হয়েছে ২১টি লকগেট। ছাড়া হয়েছে দুহাজার ১৬৩ কিউসেক জল।  

প্লাবিত চাত্রারপাড়, বর্মনপাড়া, বাসুসুবা, চাঁপাডাঙা, রায়পাড়ার বিস্তীর্ণ এলাকা। জলের স্রোতে ক্রান্তি এলাকায় ভাঙছে রাস্তা। ময়নাগুড়ির দোমহনিতে প্রায় একহাজার বাড়ি জলমগ্ন। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে আধাসেনা।  নিরাপদ স্থানে সরানো হয়েছে প্লাবিত পরিবারগুলিকে। তবে, ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে।

তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষের দাবি, বৃষ্টি বাড়লে আরও লকগেট খুলে দেওয়া হবে। ফলে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

.