মালয়েশিয়ার আমন্ত্রণ পেলেও টাকার অভাব চিন্তায় ফেলেছে লোকশিল্পী লক্ষ্মীনারায়ণ সরকারকে

Updated By: Sep 1, 2014, 11:48 PM IST

প্রচলিত সঙ্গীতশিক্ষা নেই। আছে শুধু গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ। নিজের চেষ্টা আর কঠোর পরিশ্রমে সেই আকর্ষণই এখন লক্ষ্মীনারায়ণ সরকারের বেঁচে থাকার মন্ত্র।

লোকগীতি গাইতে সম্প্রতি আমন্ত্রণ পেয়েছেন মালয়েশিয়া থেকেও। কিন্তু বিদেশযাত্রায় বাধা টাকার অভাব। ঘরে পুরস্কারের ছড়াছড়ি। ট্রফি রাখার জায়গা পাওয়াই দায়। যদিও ত্রিবেণীর শিবপুরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ সরকার তালিম নেননি কারোর কাছেই। হারিয়ে যেতে বসা লোকগীতিকে বাঁচিয়ে, তাঁকে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠিত করাই লক্ষ্য পেশায় জুটমিল শ্রমিক লক্ষ্মীনারায়ণবাবুর।  

আমন্ত্রণ পেলেও অর্থাভাবে দুবাই যাওয়া হয়নি লক্ষ্মীনারায়ণ সরকারের। এবছও আমন্ত্রণ এসেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। কিন্তু সমস্যা সেই এক, টাকা নেই। কুয়ালালামপুর যাওয়ার খরচ প্রায় ষাট হাজার টাকা। সাহায্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ২৮ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠান। তার আগে টাকা জোগাড় হবে তো? আপাতত এই চিন্তাই দিনরাতের সঙ্গী বিশিষ্ট এই লোকশিল্পীর।  

 

.