পাহাড়ে ফাঁটল, যৌথ আন্দোলনে সায় নেই গোর্খা লিগের

যৌথ মঞ্চ গড়ে পাহাড়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরুতেই ধাক্কা খেল। অখিল ভারতীয় গোর্খা লিগ জানিয়ে দিয়েছে জিটিএ থেকে মোর্চা সভাসদরা পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা সর্বদল বৈঠকে যোগ দেবেন না। মোর্চা বিধায়কদের ট্রেজারি বেঞ্চে বসা নিয়েও প্রশ্ন তুলেছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। চাপের মুখে খানিকটা বাধ্য হয়েই বিধানসভায় বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা। এই মর্মে বিধানসভার অধ্যক্ষকে চিঠিও পাঠাচ্ছে তারা।

Updated By: Aug 17, 2013, 04:56 PM IST

যৌথ মঞ্চ গড়ে পাহাড়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরুতেই ধাক্কা খেল। অখিল ভারতীয় গোর্খা লিগ জানিয়ে দিয়েছে জিটিএ থেকে মোর্চা সভাসদরা পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা সর্বদল বৈঠকে যোগ দেবেন না। মোর্চা বিধায়কদের ট্রেজারি বেঞ্চে বসা নিয়েও প্রশ্ন তুলেছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। চাপের মুখে খানিকটা বাধ্য হয়েই বিধানসভায় বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা। এই মর্মে বিধানসভার অধ্যক্ষকে চিঠিও পাঠাচ্ছে তারা।
বিমল গুরুং পদত্যাগ করলেও, জিটিএ ছাড়েননি মোর্চার অন্য জনপ্রতিনিধিরা। ১২ অগাস্ট পাহাড় নিয়ে প্রথম সর্বদল বৈঠকেই এই নিয়ে প্রশ্ন তুলেছিল অন্যান্য রাজনৈতিক দলগুলি। চাপের মুখে ওই বৈঠকের শেষেই জিটিএকে পুরোপুরি প্রত্যাখ্যানের ঘোষণা করা হয় মোর্চার তরফে। ষোলোই অগাস্ট দ্বিতীয় সর্বদল বৈঠকের পরে ফের জানিয়ে দেওয়া হয়েছে জিটিএকে পুরোপুরি প্রত্যাখ্যান করার কথা।
এনোস প্রধান, চেয়ারম্যান, গোর্খাল্যান্ড জ্যাক জিটিএ প্রত্যাখ্যানের কথা বললেও, কবে জনপ্রতিনিধিরা পদত্যাগ করবেন তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি মোর্চার তরফে।
এই ইস্যুতে এবার মোর্চার ওপর চাপ বাড়াল অখিল ভারতীয় গোর্খা লিগ। জিটিএ নিয়ে এখনও অবস্থান স্পষ্ট না করলেও, চাপের মুখে শাসকদলের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এতদিন বিধানসভায় মোর্চা বিধায়করা বসতেন ট্রেজারি বেঞ্চে। এবার থেকে বিরোধী বেঞ্চে বসার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা।

.