রোমিওর হাতে কামড় বসিয়ে অ্যাসিড আক্রমণের হাত থেকে রক্ষা কিশোরীর

রোমিওর হাতে কামড় বসিয়ে অ্যাসিড আক্রমণের হাত থেকে বাঁচল কিশোরী। পূর্ব মেদিনীপুরের তমলুকের অনন্তপুরের ঘটনা। অভিযোগ, ক্লাস নাইনের এক ছাত্রীকে প্রায়ই বিরক্ত করত ইঞ্জামল আলি নামের এক যুবক। কুপ্রস্তাব, হাত ধরে টানাটানি, মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দেওয়া, বেয়ারাপনা ক্রমশ বাড়ছিল। বাণীকেতন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী এমন আচরণের প্রতিবাদ করেছিল। কিন্তু প্রতিবাদ করলেই জুটত অ্যাসিডে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি।

Updated By: May 13, 2016, 03:45 PM IST
রোমিওর হাতে কামড় বসিয়ে অ্যাসিড আক্রমণের হাত থেকে রক্ষা কিশোরীর

ওয়েব ডেস্ক: রোমিওর হাতে কামড় বসিয়ে অ্যাসিড আক্রমণের হাত থেকে বাঁচল কিশোরী। পূর্ব মেদিনীপুরের তমলুকের অনন্তপুরের ঘটনা। অভিযোগ, ক্লাস নাইনের এক ছাত্রীকে প্রায়ই বিরক্ত করত ইঞ্জামল আলি নামের এক যুবক। কুপ্রস্তাব, হাত ধরে টানাটানি, মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দেওয়া, বেয়ারাপনা ক্রমশ বাড়ছিল। বাণীকেতন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী এমন আচরণের প্রতিবাদ করেছিল। কিন্তু প্রতিবাদ করলেই জুটত অ্যাসিডে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি।

অভিযোগ, বেপরোয়া ইঞ্জামল বৃহস্পতিবার ওই ছাত্রীকে টিউশন ফিরতি পথে মুখ টিপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইঞ্জামলের হাতে কামড় বসিয়ে দিয়ে পালিয়ে যায় ছাত্রী। বাড়িতে গিয়ে বিষয়টি জানায় সে। পরিবারের তরফে তমলুক থানায় অভিযোগ দায়েরের পর ইঞ্জামলকে গ্রেফতার করা হয়।

.