ফের আন্দোলনের হুমকি গুরুঙের

ফের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। ২৭ মার্চের মধ্যে জিটিএ গঠিত না-হলে পাহাড়ে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।

Updated By: Jan 17, 2012, 11:07 PM IST

ফের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। ২৭ মার্চের মধ্যে জিটিএ গঠিত না-হলে পাহাড়ে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি। সিকিমের কাছে জামুনিতে একটি কৃষিমেলার সমাপ্তি অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন মোর্চা সুপ্রিমো। এদিন গুরুঙের ঘোষণার পর পাহাড়ে শান্তির স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

.