রাজ্যে আবারও বিষমদে মৃত্যুমিছিল
বর্ধমানের গলসির রেশ কাটার আগেই ফের ধাক্কা। রাজ্যে আবারও বিষমদে মৃত্যুমিছিল। এবার দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আরও ১৫ জন। ঘটনার পর থেকেই ফেরার মদের দোকানের মালিক।
ওয়েব ডেস্ক : বর্ধমানের গলসির রেশ কাটার আগেই ফের ধাক্কা। রাজ্যে আবারও বিষমদে মৃত্যুমিছিল। এবার দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আরও ১৫ জন। ঘটনার পর থেকেই ফেরার মদের দোকানের মালিক।
বছরের শুরুতেই প্রথমে গলসি। এবার নোদাখালি। বিষমদের প্রকোপে, একের পর এক মৃত্যু। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার কাশীপুর-আলমপুর এলাকার একটি দোকান থেকে সোমবার মদ খেয়েছিলেন এলাকার অনেকে। এরপর থেকেই হঠাত্ তাঁরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। দ্রুত অবনতি অবস্থার। এরপরই থাবা মৃত্যুর। বাসিন্দাদের অভিযোগ, বেআইনি মদের ভাটির রমরমাতেই বারবার ঘটছে এমন ঘটনা। তবু হুঁশ ফিরছে না প্রশাসনের।
নতুন বছরের আনন্দ উধাও। কান্নার রোল বাড়ি বাড়ি। তবে শুধু শোক নয়, চড়ছে ক্ষোভের পারদও। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে।
আরও পড়ুন, SFI -TMCP সংঘর্ষে উত্তপ্ত কোলাঘাটের রবীন্দ্রভারতী কলেজ