মন্দারমণির সব ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন

বারবার মন্দারমণি। সৈকতে ঘটেই চলেছে অঘটন। আর সব ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন। একুশে অগাস্ট মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে গাড়ির রেস দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। নিহত হন তিন যুবক। মাসখানেকের মধ্যেই আবার দুর্ঘটনা। এ মাসের সতেরো তারিখ মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান তিন যুবক। তাঁরাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানতে পারে পুলিস। পরপর দুটি ঘটনার পর সৈকতে বেআইনি মদ বিক্রি বন্ধে অভিযান শুরু করে পুলিস।

Updated By: Sep 27, 2016, 01:12 PM IST
মন্দারমণির সব ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন

ওয়েব ডেস্ক: বারবার মন্দারমণি। সৈকতে ঘটেই চলেছে অঘটন। আর সব ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন। একুশে অগাস্ট মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে গাড়ির রেস দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। নিহত হন তিন যুবক। মাসখানেকের মধ্যেই আবার দুর্ঘটনা। এ মাসের সতেরো তারিখ মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান তিন যুবক। তাঁরাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানতে পারে পুলিস। পরপর দুটি ঘটনার পর সৈকতে বেআইনি মদ বিক্রি বন্ধে অভিযান শুরু করে পুলিস।

আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ

এ সবের মধ্যেই এবার মদ্যপ অবস্থায় জলে নামতে বারণ করায় সিভিক পুলিসকে মারধর করলেন কলকাতা থেকে বেড়াতে যাওয়া কলেজের ছাত্রছাত্রীরা। হোটেলের ম্যানেজারকেও বেদম পিটুনি দেওয়ার ছবি ধরা পড়ল CCTV-তে।

আরও পড়ুন খুব সহজেই বাড়িতে বানান 'চাঙ্কি ভেজিটেবল পাস্তা'

.