লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-বর্ধমান কর্ডলাইনের ট্রেন চলাচল বিপর্যস্ত

কার্যত বিপর্যস্ত হাওড়া-বর্ধমান কর্ডলাইনের ট্রেন চলাচল। চন্দনপুর স্টেশনের কাছে জুলকিয়া খালের ওপরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। সকালে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে হাওড়া-বর্ধমান ডাউন শাখার ট্রেন চলাচল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ক্ষোভ বাড়তে থাকে নিত্যযাত্রীদের মধ্যে।

Updated By: Oct 1, 2015, 10:29 AM IST
লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-বর্ধমান কর্ডলাইনের ট্রেন চলাচল বিপর্যস্ত

ওয়েব ডেস্ক: কার্যত বিপর্যস্ত হাওড়া-বর্ধমান কর্ডলাইনের ট্রেন চলাচল। চন্দনপুর স্টেশনের কাছে জুলকিয়া খালের ওপরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। সকালে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে হাওড়া-বর্ধমান ডাউন শাখার ট্রেন চলাচল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ক্ষোভ বাড়তে থাকে নিত্যযাত্রীদের মধ্যে।

এক্সপ্রেস ট্রেনগুলি দাঁড় করিয়ে সমস্যা মোকাবিলার চেষ্টা করা হয়। পরে অন্য লাইনে ডাউন ট্রেন চলাচল শুরু হয়েছে। অফিস যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ক্ষোভ দেখিয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, চন্দনপুর স্টেশনের কাছে জুলকিয়া খালের ওপরে মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ায় ডাউন শাখার ট্রেন চলাচল বিঘ্নিত হয়। 

.