আগামী সপ্তাহে ইসকো সম্প্রসারণ অনুষ্ঠানে এক মঞ্চে মোদী-মমতা

১০ মে বার্নপুরে ইসকো সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইসকো কারখানা পরিদর্শনে এসে একথা জানান কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

Updated By: May 3, 2015, 07:41 PM IST
আগামী সপ্তাহে ইসকো সম্প্রসারণ অনুষ্ঠানে এক মঞ্চে মোদী-মমতা

ওয়েব ডেস্ক: ১০ মে বার্নপুরে ইসকো সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইসকো কারখানা পরিদর্শনে এসে একথা জানান কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

২০০৭ সালে বার্নপুরে ইসকো কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন তত্কালীন প্রধানমন্ত্রী  মনমোহন সিং। আটবছর ধরে চলেছে সম্প্রসারণ প্রকল্পের কাজ। দশই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে সম্প্রসারিত এই অংশের। এশিয়ার সবথেকে বড় ব্লাস্ট ফার্নেস হতে চলেছে এটি। আড়াই থেতে তিন মিলিয়ন টন ইস্পাত তৈরি হবে সম্প্রসারিত কারখানায়। রবিবার বার্নপুরে ইসকো কারখানা ঘুরে দেখেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বার্নপুর বয়েজ স্কুলের মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। আসানসোলের পোলো মাঠে হবে মূল অনুষ্ঠান। দুটি জায়গাই ঘুরে দেখেন তোমার।

কারখানাটি পুরোপুরি পরিবেশবান্ধব বলে দাবি করেছে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রক। দূষণ প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি।  ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক ও ছত্তিসগড়েও চারটি প্লান্ট তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের। এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সঙ্গে ইতিমধ্যেই  আলোচনা শুরু হয়েছে। নয়ই মে ছত্তিসগড়ে নয়টনের একটি ইস্পাত কারখানার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

Tags:
.