বিশ্বাসঘাতকদের জবাব দেওয়ার সময় এসেছে, মালদায় ফুঁসলেন মমতা

জোট করে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে। মালদার কর্মিসভায় কংগ্রেসের বিরুদ্ধে এমনই চড়া সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একই সঙ্গে আজকের কর্মিসভাতেও সিপিআইএমকে কংগ্রেস আর বিজেপির দোসর বললেন মুখ্যমন্ত্রী।

Updated By: Mar 19, 2014, 11:27 PM IST

জোট করে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে। মালদার কর্মিসভায় কংগ্রেসের বিরুদ্ধে এমনই চড়া সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একই সঙ্গে আজকের কর্মিসভাতেও সিপিআইএমকে কংগ্রেস আর বিজেপির দোসর বললেন মুখ্যমন্ত্রী।

দুহাজার এগারোর বিধানসভা নির্বাচন। অনেক চাপানউতোরের পর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল তৃণমূল। কিন্তু, মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরে তেমন সুবিধাই করতে পারেনি তারা। তৃণমূলের অভিয়োগ ছিল, গোঁজ প্রার্থী দাঁড় করিয়ে তাদের হারিয়ে দিয়েছিল কংগ্রেসই। এবার লোকসভা ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসকে জবাব দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা। তাই আক্রমণের নিশানায় প্রদেশ কংগ্রেসের নেতাদের পাশাপাশি ছিল কেন্দ্রও। রাজ্যের বিরুদ্ধে বঞ্চণা নিয়ে বুধবারও সরব ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আর এবারের ভোট প্রচারে সিপিআইএমের পাশাপাশি তাঁর তোপের মুখে বিজেপিও।

মালদার দুটি কেন্দ্রেই এবার প্রার্থী দিয়েছে তৃণমূল। দুজনই মালদার ভূমিপুত্র। একই সঙ্গে তৃণমূল নেত্রীকে মাথায় রাখতে হয়েছে সংখ্যালঘু ইস্যুও।

.