রাজ্যে ফের বন্ধ হয়ে গেল এক জুটমিল
টিটাগড়: রাজ্যে ফের বন্ধ হয়ে গেল একটি জুটমিল।
টিটাগড়: রাজ্যে ফের বন্ধ হয়ে গেল একটি জুটমিল। আজ সকালে কাজে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান টিটাগড়ের কেনিসন জুটমিলের শ্রমিকরা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় দেড় হাজার শ্রমিক। কর্তৃপক্ষের বক্তব্য, উত্পাদন কমে যাওয়া আর শ্রমিক অসন্তোষের কারণেই জুটমিল বন্ধ করে দিয়েছেন তারা।
কর্তৃপক্ষের এই যুক্তি অবশ্য মানতে নারাজ শ্রমিকরা। প্রতিবাদে বি টি রোড অবরোধ করেন তারা। পরিস্থিতি সামলাতে নামে বিশাল পুলিসবাহিনী।
জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ শ্রমিকরা। অনেকের চোখেই ধরা পড়ল হতাশার ছবি। বৃহত্তর আন্দোলেনে যাওয়ার ডাক দিয়েছেন শ্রমিকরা। প্রায় দেড় হাজার শ্রমিকের হতাশায় এখন গোটা এলাকা শোকে আচ্ছন্ন।