সাবেকি থেকে থিমে কালীর আরাধনা দুই ২৪ পরগনায়
রাজ্যজুড়ে চলছে শ্যামা মায়ের আরাধনা। কলকাতা ও রাজ্যের অন্যান্য জেলাগুলির সঙ্গে উত্তর চবিবশ পরগনায়ও মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে উত্সব। থিমের কনসেপ্ট এখন আর শুধু দুর্গাপুজোয় আবদ্ধ নেই। কালীপুজোতেও রয়েছে থিমের রমরমা। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে সেই চিত্রই উঠে এল চব্বিশ ঘণ্টার ক্যামেরায়।
কাঁকিনাড়া বালক সংঘের পুজোর থিম রাজবাড়ি। শ্যামা মায়ের অঙ্গেও তাই রাজবেশ।
নৈহাটি গোপাল স্মৃতি সংঘের পুজো এবার পা দিল পঞ্চাশ বছরে। ঝিনুক দিয়ে করা হয়েছে মণ্ডপসজ্জা। মায়ের বস্ত্র ও অলঙ্কারও তৈরি হয়েছে ঝিনুক দিয়ে।
নৈহাটি নিউস্টার ক্লাবের এবারের থিম সমুদ্রের তলদেশ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা।
নৈহাটি কাঠগোলা বিজয় নস্করের পুজোয় এবার মণ্ডপ তৈরি হয়েছে প্যারিসের অপেরা হাউসের আদলে।
নৈহাটির লোহাঘাটের কালীপুজো এবছর পা দিল চুয়ান্ন বছরে। রঙ বেরঙের ঝিনুক দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
নন্দননগর স্বাধীন সংঘের মণ্ডপ তৈরি হয়েছে ভাঁড় দিয়ে। প্রতিমা এখানে সাবেকি।