কামদুনি মামলায় সরকারি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আনলেন মৃতার পরিবার

কামদুনি মামলায় মারাত্মক অভিযোগ আনলেন মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, সরকারি আইনজীবীর ওপর ভরসা রাখা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তাই তাঁরা চান কামদুনি মামলায় সরকারি আইনজীবীর সঙ্গে থাকুক তাঁদের পক্ষের একজন আইনজীবীও। কিন্তু আজ আড়াই ঘণ্টার শুনানি চলাকালীন শুধু অভিযুক্তদের আইনজীবীরাই নন, বারবার এই আবেদনের বিরুদ্ধে বলতে শোনা যায় সরকার পক্ষের আইনজীবীকেও। সরকারি আইনজীবী মামলা লড়লে শেষ পর্যন্ত দোষীরা শাস্তি পাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কামদুনির মৃতার পরিবার।

Updated By: Aug 30, 2013, 08:05 PM IST

কামদুনি মামলায় মারাত্মক অভিযোগ আনলেন মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, সরকারি আইনজীবীর ওপর ভরসা রাখা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তাই তাঁরা চান কামদুনি মামলায় সরকারি আইনজীবীর সঙ্গে থাকুক তাঁদের পক্ষের একজন আইনজীবীও। কিন্তু আজ আড়াই ঘণ্টার শুনানি চলাকালীন শুধু অভিযুক্তদের আইনজীবীরাই নন, বারবার এই আবেদনের বিরুদ্ধে বলতে শোনা যায় সরকার পক্ষের আইনজীবীকেও। সরকারি আইনজীবী মামলা লড়লে শেষ পর্যন্ত দোষীরা শাস্তি পাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কামদুনির মৃতার পরিবার।
 
মৃতার পরিবারের পক্ষের আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বারবার আবেদন করেন কামদুনি মামলার শুনানিতে অংশ গ্রহণের জন্যে। তিনি বলেন মৃতার পরিবার চাইলে তাঁদের অধিকার আছে সরকারের আইনজীবীকে নথিপত্র দিয়ে সাহায্য করার।
 
সঙ্গে সঙ্গে এর তীব্র বিরোধিতা করেন অভিযুক্তদের আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর বক্তব্য মৃতার পক্ষের হয়ে সওয়াল করার জন্য সরকারের আইনজীবীই যথেষ্ট।
 
আশ্চর্যজনক ভাবে ঠিক সেই সময়ই অভিযুক্তদের আইনজীবীকে সমর্থন করতে দাঁড়িয়ে পড়েন সরকার পক্ষের আইনজীবী দীপক ঘোষ। মৃতার পরিবারের আইনজীবীকে বিদ্রুপ করে তিনি বলেন `প্রতিমার চেয়ে চালচিত্র বড়`।
 
তখন মৃতার পক্ষের আইনজীবী সন্দীপ ভট্টাচার্য পাল্টা বলেন সরকারের আইনজীবী হয়েও অভিযুক্ত পক্ষের জন্য আপনার এত দরদ কেন?
 
তবে শেষ পর্যন্ত কামদুনি মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবীর সঙ্গে মৃতার পরিবারের আইনজীবী থাকতে পারবেন কিনা, তা নিয়ে আদালত রায় দেবে সোমবার। তবে এই মামলার চার্জ গঠনের শেষ দিন পেরিয়ে গেলেও আজও হয়নি চার্জ গঠন।
 

.