কংসাবতীতে ডুবে মৃত্যু আশুতোষ কলেজের দুই ছাত্রের

বেড়াতে গিয়ে কংসাবতীতে ডুবে মৃত্যু হল কলকাতার আশুতোষ কলেজের দুই ছাত্রের। মৃত তন্ময় প্রামাণিক এবং অতনু রাজবংশী যথাক্রমে ভূগোল ও ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র। দুজনেরই বাড়ি খড়দহে। তাঁরা বেড়াতে গিয়েছিলেন খড়গপুর। সেখান থেকে গতকাল কংসাবতীতে স্নান করতে যান।

Updated By: May 10, 2014, 10:57 PM IST

বেড়াতে গিয়ে কংসাবতীতে ডুবে মৃত্যু হল কলকাতার আশুতোষ কলেজের দুই ছাত্রের। মৃত তন্ময় প্রামাণিক এবং অতনু রাজবংশী যথাক্রমে ভূগোল ও ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র। দুজনেরই বাড়ি খড়দহে। তাঁরা বেড়াতে গিয়েছিলেন খড়গপুর। সেখান থেকে গতকাল কংসাবতীতে স্নান করতে যান।

তাঁদের সঙ্গে ছিলেন কলকাতারই আরেক বন্ধু এবং স্থানীয় তিন যুবক। একসঙ্গেই ছ-জন স্নান করতে নামলেও তন্ময় ও অতনু আচমকা ডুবে যেতে থাকেন। বাকিরা কোনওরকমে সাঁতরে পারে চলে এলেও তাঁরা পারেননি। স্থানীয় মানুষজন ওই দুজনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। আজ সকালে দুই ছাত্রের দেহ ভেসে ওঠে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

.