সিআইডি তদন্তে আস্থা নেই কৌশিকের পরিবারের

ডায়মন্ড হারবারে আইটিআই ছাত্র কৌশিক পুরকায়েতকে পিটিয়ে মারার ঘটনায় সিআইডি তদন্তে আস্থা নেই নিহতের পরিবারের। খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পঞ্চমী মাজি, গৌরী মাজি, শৈল মাজি জামিনে মুক্ত। কৌশিকের পরিবারের অভিযোগ, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করে কার্যত সহযোগিতা করেছেন অভিযুক্তদের। তাঁদের অভিযোগ, সেকারণেই জামিন পেয়ে যান মূল অভিযুক্তরা।

Updated By: Aug 30, 2016, 05:54 PM IST
সিআইডি তদন্তে আস্থা নেই কৌশিকের পরিবারের

ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারে আইটিআই ছাত্র কৌশিক পুরকায়েতকে পিটিয়ে মারার ঘটনায় সিআইডি তদন্তে আস্থা নেই নিহতের পরিবারের। খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পঞ্চমী মাজি, গৌরী মাজি, শৈল মাজি জামিনে মুক্ত। কৌশিকের পরিবারের অভিযোগ, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করে কার্যত সহযোগিতা করেছেন অভিযুক্তদের। তাঁদের অভিযোগ, সেকারণেই জামিন পেয়ে যান মূল অভিযুক্তরা।

আরও পড়ুন- 'তালিবানি বর্বরতা' এ রাজ্যে!

যে ডায়মন্ড  হারবার বার অ্যাসোসিয়েশন এই মামলায় অভিযুক্তদের পাশে দাঁড়াবে না বলে জানিয়েছিল, তারাই অভিযুক্তদের মামলার ভার নিয়ে ধৃতদের জামিন করিয়ে দেয় বলে অভিযোগ কৌশিকের মা ও বাবার। ফলে কৌশিকের বাড়ির লোক ভরসা রাখতে পারছেন না।

আরও পড়ুন- মুর্শিদাবাদ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাচ্ছেন অধীর চৌধুরী

.