কুমারী পুজো
উনিশশো দুই সালে প্রথমববার মহাষ্ঠমীর পুন্য তিথিতে বেলুড়মঠে কুমারী পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।
Updated By: Oct 4, 2011, 11:12 AM IST
উনিশশো দুই সালে প্রথমববার মহাষ্ঠমীর পুন্য তিথিতে
বেলুড়মঠে কুমারী পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।
সারদা মায়ের উপস্থিতিতে, মোট ন`জন কুমারীকে পুজো করেছিলেন তিনি।
সেই থেকেই বেলুড়মঠে কুমারী পুজোর সূচনা। আজও সেই রীতি চলে আসছে।
অষ্টমীর সকাল থেকে কুমারী পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বেলুড়মঠে।