শেষ দিনের প্রচারে ঝড় ৬ পুরসভায়

শুক্রবার রাজ্যের ছ`টি পুরসভার নির্বাচনে প্রচারের শেষ দিন। বিকেল ৫টাতে শেষ হয় প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই প্রথম পুরভোট। পরের বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তাই পুরভোটকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Updated By: Jun 1, 2012, 02:23 PM IST

শুক্রবার রাজ্যের ছ`টি পুরসভার নির্বাচনে প্রচারের শেষ দিন। বিকেল ৫টাতে শেষ হয় প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই প্রথম পুরভোট। পরের বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তাই পুরভোটকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
গত বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করলেও, পুরভোটে দুই দলের জোট হয়নি। ছ`টি পুরসভায় পৃথক লড়াইয়ে নেমে প্রার্থী দিয়েছে দু`পক্ষই। অন্যদিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন বামফ্রন্টের প্রার্থীরা। তবে পুরভোটকে ঘিরে ছ`টি পুরসভাতেই কম বেশি উত্তেজনা রয়েছে। বিশেষ করে হলদিয়া, পাঁশকুড়া এবং দুর্গাপুরে পুরভোটের দিন ঘোষণার পর থেকেই অশান্তির খবর পাওয়া গিয়েছে। উত্তেজনা রয়েছে নলহাটি, কুপার্স ক্যাম্প ও ধূপগুড়িতেও। প্রচারের শেষ বেলায় সব রাজনৈতিক দলেই ব্যস্ততা তুঙ্গে।
পুরভোটের প্রচারের শেষ দিনে শুক্রবার হলদিয়ায় পদযাত্রা করে বামফ্রন্ট। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের নেতা-নেত্রীরা ছাড়াও প্রচুর বাম কর্মী-সমর্থক প্রচার মিছিলে অংশ নেন। হলদিয়ায় গত বেশ কয়েকদিন ধরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে হুমকি, প্রচারে বাধা দেওয়া এবং অশান্তির অভিযোগ করেছেন বাম নেতৃত্ব। হলদিয়ায় সভা-সমাবেশেও সামিল হয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীরা। শুক্রবার হলদিয়ার তালপুকুর থেকে বেলা সাড়ে এগোরাটা নাগাদ বামফ্রন্টের মিছিল শুরু হয়। পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে মিছিল শেষ হয় সুপার মার্কেটে। হলদিয়াতে মিছিল করে তৃণমূলও। বিভিন্ন ওয়ার্ড ঘোরে তৃণমূলের মিছিল।
পাঁশকুড়াতেও মিছিল করে বাংমেরা। নেতৃত্ব দেন বিমান বসু। এখানে তৃণমূলের প্রচারে চমক ছিল জিনাত আমান।
ভোটের শেষ দিনের প্রচারে জমজমাট নদিয়ার কুপার্স পুরসভা এলাকা। আজ সকাল থেকেই সব রাজনৈতিক দল রাস্তায় নেমে পড়ে। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা তো আছেই। সঙ্গে রয়েছে রোড-শো। ইতিমধ্যেই কুপার্সে প্রচার সেরেছেন শঙ্কর সিং, দীপা দাশমুন্সির মতো নেতানেত্রীরা। শুক্রবার সকালে প্রচারে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। কংগ্রেসের প্রতিশ্র্রুতি, তারা ক্ষমতায় এলে আরও বেশি করে পুর পরিষেবা দেবে। অন্যদিকে, কুপার্সে হাসপাতাল গড়ে তুলে বৃহত্তর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।  

.