বাঁকুড়া জেলাশাসকের চিঠি ঘিরে বিতর্ক
বাঁকুড়া জেলাশাসকের পাঠানো চিঠি ঘিরে তৈরি হল বিতর্ক। পঞ্চায়েত ভোটের আসন পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকার খসড়া তৈরি করে জেলাশাসকের দফতর। চিঠিটি লেখা হয় ৩ ডিসেম্বর। কিন্তু তা মহকুমাশাসক ও বিডিওদের অফিসে পৌঁছে যায় দুদিন আগেই অর্থাত্ পয়লা ডিসেম্বর। তিন তারিখে লেখা সরকারি চিঠি কী করে পয়লা তারিখে পৌঁছল তানিয়ে বিতর্ক দানা বেধেছে।
বাঁকুড়া জেলাশাসকের পাঠানো চিঠি ঘিরে তৈরি হল বিতর্ক। পঞ্চায়েত ভোটের আসন পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকার খসড়া তৈরি করে জেলাশাসকের দফতর। চিঠিটি লেখা হয় ৩ ডিসেম্বর। কিন্তু তা মহকুমাশাসক ও বিডিওদের অফিসে পৌঁছে যায় দুদিন আগেই অর্থাত্ পয়লা ডিসেম্বর। তিন তারিখে লেখা সরকারি চিঠি কী করে পয়লা তারিখে পৌঁছল তানিয়ে বিতর্ক দানা বেধেছে।