নোট সমস্যায় ফের বড়সড় ধাক্কা

নোট সঙ্কটের মধ্যেই ওভারটাইম বন্ধ করে দিলেন শালবনির RBI টাকশালের কর্মীরা। গত ১৪ ডিসেম্বর থেকে শালবনি টাকশালের কর্মীরা ১২ ঘণ্টা করে কাজ করছিলেন। গত পরশু ওভারটাইম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ আসে। তাতেই বেঁকে বসেন কর্মীরা। কাজ বন্ধ করে দেন।

Updated By: Dec 29, 2016, 10:34 AM IST
নোট সমস্যায় ফের বড়সড় ধাক্কা

ওয়েব ডেস্ক : নোট সঙ্কটের মধ্যেই ওভারটাইম বন্ধ করে দিলেন শালবনির RBI টাকশালের কর্মীরা। গত ১৪ ডিসেম্বর থেকে শালবনি টাকশালের কর্মীরা ১২ ঘণ্টা করে কাজ করছিলেন। গত পরশু ওভারটাইম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ আসে। তাতেই বেঁকে বসেন কর্মীরা। কাজ বন্ধ করে দেন।

গতকাল কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন RBI কর্তারা। সেখানে কর্মীদের ওভারটাইম না করার দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরই কাজ শুরু হয়। ওভারটাইম বন্ধ হওয়ায় ৩০ শতাংশ নোট কম ছাপা হবে। নোটের জোগানের ক্ষেত্রে যা বড়সড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আরও পড়ুন, নোট বাতিল নিয়ে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর

.