আফিম চাষে গ্রেফতারি পরোয়ানা, গ্রামছাড়া আকন্দবেড়িয়া

আফিম চাষের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় মালদহের আকন্দবেড়িয়া পঞ্চায়েতের বেশিরভাগ কৃষক ঘরছাড়া। কৃষকদের পাল্টা অভিযোগ, জমির দাগ নম্বর মিলিয়ে অভিযুক্তদের তালিকা তৈরির কাজে ত্রুটি থেকে গিয়েছে। ফলে তালিকায় রয়ে গেছে বহু নির্দোষ কৃষকের নামও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েতের বিডিও।

Updated By: Apr 5, 2012, 10:45 AM IST

আফিম চাষের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় মালদহের আকন্দবেড়িয়া পঞ্চায়েতের বেশিরভাগ কৃষক ঘরছাড়া। কৃষকদের পাল্টা অভিযোগ, জমির দাগ নম্বর মিলিয়ে অভিযুক্তদের তালিকা তৈরির কাজে ত্রুটি থেকে গিয়েছে। ফলে তালিকায় রয়ে গেছে বহু নির্দোষ কৃষকের নামও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েতের বিডিও।
মালদহের কালিয়াচক থানার আকন্দবেরিয়া পঞ্চায়েতের বেশিরভাগ কৃষকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিস। কৃষকদের বিরুদ্ধে অভিযোগ, জমিতে আফিম চাষ করেছেন তাঁরা। গ্রেফতারের ভয়ে গ্রামছাড়া হয়েছেন বেশিরভাগ কৃষক। বাদ যাননি মহিলারাও।  
শুধু কৃষকেরাই নন, আফিম চাষের অভিযোগে পুলিসের খাতায় নাম উঠেছে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস নেতা, শিক্ষক ও সমাজসেবীরও। জমির দাগ নম্বর মিলিয়ে প্রকৃত দোষীদের তালিকা তৈরির কাজে গলদ রয়েছে প্রশাসনের। এমনই অভিযোগ উঠেছে।
 
তালিকায় নির্দোষ কৃষকদের নাম থাকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েতের বিডিও সুমন বিশ্বাস।   
 
ধান, গম, শাকসবজি কেউবা আবার আম চাষ করেছেন। কিন্তু প্রশাসনিক ত্রুটিতে এরা আফিম চাষে অভিযুক্ত। তাই ফসল তুলতে জমিতেও যেতে পারছেন না এইসব কৃষকরা। অবিলম্বে নির্দোষ কৃষকদের নাম তালিকা থেকে বাদ না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আকন্দবেরিয়ার মানুষ।

Tags:
.