ATM-এ টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক ব্যক্তির

নোটের জন্য হাহাকার। চাহিদা আকাশছোঁয়া। সেই চাহিদাই কি মুছে দিচ্ছে মানবিকতাকে? ব্যান্ডেলে কল্লোল রায়চৌধুরীর মৃত্যু সেই প্রশ্নই তুলে দিচ্ছে। টাকা তুলতে সকাল সকাল ATM এ লাইন দিয়েছিলেন। হঠাত্‍ অসুস্থ বোধ করায়, পাশেই তাঁকে শুইয়ে দেওয়া হয়।

Updated By: Dec 3, 2016, 01:07 PM IST
ATM-এ টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক ব্যক্তির
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : নোটের জন্য হাহাকার। চাহিদা আকাশছোঁয়া। সেই চাহিদাই কি মুছে দিচ্ছে মানবিকতাকে? ব্যান্ডেলে কল্লোল রায়চৌধুরীর মৃত্যু সেই প্রশ্নই তুলে দিচ্ছে। টাকা তুলতে সকাল সকাল ATM এ লাইন দিয়েছিলেন। হঠাত্‍ অসুস্থ বোধ করায়, পাশেই তাঁকে শুইয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- রাজ্যজুড়ে ATM ভোগান্তি

অভিযোগ, সেখানেই ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁর। প্রায় চল্লিশ মিনিট পড়েছিলেন তিনি। সিকিউরিটি গার্ড শেষপর্যন্ত একজন ডাক্তারকে ডেকে আনেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। অথচ এই সময়ের মধ্যে লাইন থেকে বেরিয়ে এসে সাহায্যের চেষ্টা করেননি এক জনও। কেন? লাইন গেলে, আর লাইন পাওয়া যাবে না, এই চিন্তায়? টাকা তুলতে দেরি হয়ে যাবে, বা হয়ত পাওয়াই যাবে না, একথা ভেবেই কি এগিয়ে এলেন না কেউ? তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চেষ্টা পর্যন্ত করলেন না একজনও? এই কি মনুষ্যত্ব! 

.