দীপক সিং সর্দারকে পুরুলিয়া ও ঝাড়খণ্ড পুলিসের কাছে তুলে দেওয়া হবে আজ
মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে আটক দীপক সিং সর্দারকে আজ পুরুলিয়া ও ঝাড়খণ্ড পুলিসের কাছে তুলে দেওয়া হবে। রাতে কালিঘাট থানাতেই জেরা করা হয় দীপককে। জেরায় মাওবাদীদের সঙ্গে যোগসূত্র না পাওয়া গেলেও পুলিস জানতে পারে পুরুলিয়ায় একটি খুনের ঘটনায় জড়িত দীপক।
মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে আটক দীপক সিং সর্দারকে আজ পুরুলিয়া ও ঝাড়খণ্ড পুলিসের কাছে তুলে দেওয়া হবে। রাতে কালিঘাট থানাতেই জেরা করা হয় দীপককে।
জেরায় মাওবাদীদের সঙ্গে যোগসূত্র না পাওয়া গেলেও পুলিস জানতে পারে পুরুলিয়ায় একটি খুনের ঘটনায় জড়িত দীপক। এরপরই পুরুলিয়া ও ঝাড়খণ্ড পুলিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভোরেই শহরে আসে ঝাড়খণ্ড ও পুরুলিয়া থানার পুলিস। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিসের কাছে নিজেকে মাওবাদী লিঙ্কম্যান পরিচয় দিয়ে আত্মসমর্পণ করে পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা দীপক সিং সর্দার।