সল্টলেকে শাসকদলের রোশানলে সংবাদমাধ্যম, চলল অবাধ মারধর, দেওয়া হল ধর্ষণের হুমকি
শাসকদলের দাদাগিরির ছবি তুলতে গিয়ে সল্টলেকে আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূল নেতা সুজিত বসু, পরেশ পাল, অর্জুন সিংয়ের সামনেই আক্রান্ত হলেন চবিবশ ঘণ্টার সাংবাদিক মিন্টু বসাক। আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্য। চব্বিশ ঘণ্টার সাংবাদিক দেবারতি ঘোষকে দেওয়া হল ধর্ষণের হমকি। আক্রান্ত হলেন অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও।
ব্যুরো: শাসকদলের দাদাগিরির ছবি তুলতে গিয়ে সল্টলেকে আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূল নেতা সুজিত বসু, পরেশ পাল, অর্জুন সিংয়ের সামনেই আক্রান্ত হলেন চবিবশ ঘণ্টার সাংবাদিক মিন্টু বসাক। আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্য। চব্বিশ ঘণ্টার সাংবাদিক দেবারতি ঘোষকে দেওয়া হল ধর্ষণের হমকি। আক্রান্ত হলেন অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও।
শাসকদলের রোষে সংবাদমাধ্যম। ভোট লুঠ ,বহিরাগতদের দিয়ে বুথ জ্যামের অভিযোগ পেয়ে খবর সংগ্রহে গিয়েছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। নিষ্ক্রিয় পুলিসের সামনেই ছবি তুলতে গিয়ে চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক মিন্টু বসাক মাথায় হেলমেটের আঘাত পান। চব্বিশ ঘণ্টার মহিলা সাংবাদিক দেবারতি ঘোষকে ধর্ষণের হুমকি দেয় তৃণমূলের ক্যাডাররা। চব্বিশ ঘণ্টারই আরেক সাংবাদিক বিক্রম দাসকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়।
আক্রান্ত হয়েছেন অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় এবিপি আনন্দের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের । আক্রান্ত হন সাংবাদিক প্রকাশ সিন্হা এবং চিত্রসাংবাদিক পার্থ সারথি চক্রবর্তীও।
সিপিএম প্রার্থী রমলা চক্রবর্তীর বাড়ির সামনে আক্রান্ত হয়েছেন কলকাতা টিভির সাংবাদিক শারমিন বেগম এবং চিত্রসাংবাদিক তন্ময় দত্ত বিশ্বাস।
আক্রান্ত হয়েছেন নিউজ টাইমের সাংবাদিক অর্ক দে এবং চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা।
আক্রান্ত হয়েছেন ইটিভি নিউজ বাংলার সাংবাদিক অধিরথ ঘোষ এবং চিত্র সাংবাদিক সুরজ প্রসাদ।
আক্রান্ত হয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়ও।
এফডি ব্লকে সাংবাদিকদের ওপর এই হামলার সময় ঘটনাস্থলে হাজির তৃণমূলের তিন ডাকসাইটে নেতা সুজিত বসু, পরেশ পাল এবং অর্জুন সিং। লেকটাউনের বাসিন্দা সুজিত বসু ,বেলেঘাটার বাসিন্দা পরেশ পাল বা ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং কী করতে গিয়েছিলেন সল্টলেকে? সে প্রশ্নও উঠছে। যদিও এদিনও সাংবাদিকদের আক্রান্ত হওয়ার সময় পুলিস কোনও সদর্থক ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। চব্বিশ ঘণ্টার চিত্রসাংবাদিক মিন্টু বসাককে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। মিন্টু বসাককে দেখতে হাসপাতালে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সিপিএমের অসীম দাশগুপ্ত, রমলা চক্রবর্তী এবং কংগ্রেসের সৌমেন মিত্র , মানস ভুঁইঞা ও প্রদীপ ভট্টাচার্য।