মামলা প্রত্যাহারেও মন গলাতে ব্যার্থ মমতা, বিধানসভায় তিন বিধায়কের ইস্তফার হুমকি মোর্চার

ফের মোর্চা-রাজ্য সংঘাত। জিটিএ-র কাজে হস্তক্ষেপ সহ একগুচ্ছ অভিযোগে সুর চড়াল মোর্চা। শুধু মুখেই প্রতিবাদ নয়, মোর্চার ঘোষণা আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভা থেকে ইস্তফা দেবেন তাঁদের তিন বিধায়ক।    

Updated By: Sep 11, 2015, 09:48 PM IST
মামলা প্রত্যাহারেও মন গলাতে ব্যার্থ মমতা, বিধানসভায় তিন বিধায়কের ইস্তফার হুমকি মোর্চার

ব্যুরো: ফের মোর্চা-রাজ্য সংঘাত। জিটিএ-র কাজে হস্তক্ষেপ সহ একগুচ্ছ অভিযোগে সুর চড়াল মোর্চা। শুধু মুখেই প্রতিবাদ নয়, মোর্চার ঘোষণা আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভা থেকে ইস্তফা দেবেন তাঁদের তিন বিধায়ক।    

গতমাসেই দেখা গিয়েছিল সুখের মুহুর্ত। এমনকি ওই সফরেই মুখ্যমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে শতাধিক মামলা প্রত্যাহারের কথাও ঘোষণা করেন। তবে সুখের মুহুর্ত স্থায়ী হল না।

সরকারের বিরুদ্ধে অসহযোগিতা, বিমাতৃসুলভ আচরণের অভিযোগে পদত্যাগ করছেন মোর্চার তিন বিধায়ক। শুক্রবার মোর্চার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর  ইস্তফা দেবেন, কার্শিয়াংয়ের বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের হরকা বাহাদুর ছেত্রী, এবং দার্জিলিংয়ের ত্রিলোক দিওয়ান।

মতবিরোধের মূলে, একটি স্কুল নির্মাণ। কেন্দ্রের সহযোগিতায় দার্জিলিংয়ে রাজভবনের উল্টোদিকে ,রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান নামে ওই মডেল স্কুল তৈরি হচ্ছে। অভিযোগ, স্কুলের জন্য যে বহুতল নির্মাণ হচ্ছে তার উচ্চতা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ হয়ে গেছে। এর জেরেই অসন্তুষ্ট মোর্চা। এর সঙ্গে যোগ হয়েছে আরও একাধিক অভিযোগ।    

আগামী বছর বিধানসভা ভোট। তার আগে কি চাপ বাড়াতেই বিরোধের কৌশল মোর্চার? সরকার কী করবে? মোর্চার মন পাওয়ার চেষ্টা নাকি অনড় থাকবে নিজের অবস্থানে?

 

.