ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার
ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার হলেন নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার। গতকাল কৃষ্ণনগরে BSNL সদর দফতরে হানা দেন গোয়েন্দারা। অভিযোগ, তামিলনাড়ুর বাসিন্দা এক্স অ্যান্টনি BSNL এর দফতরে ব্যবহৃত বেসরকারি গাড়ির বিল বানানোর জন্য ঘুষ নিতেন। গভীর রাতে ওই আধিকারিককে গ্রেফতার করার পর কলকাতায় উদ্দেশে রওনা দেয় ১৩ জনের দল।
![ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/17/78807-arrest-17-2-17.jpg)
ওয়েব ডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার হলেন নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার। গতকাল কৃষ্ণনগরে BSNL সদর দফতরে হানা দেন গোয়েন্দারা। অভিযোগ, তামিলনাড়ুর বাসিন্দা এক্স অ্যান্টনি BSNL এর দফতরে ব্যবহৃত বেসরকারি গাড়ির বিল বানানোর জন্য ঘুষ নিতেন। গভীর রাতে ওই আধিকারিককে গ্রেফতার করার পর কলকাতায় উদ্দেশে রওনা দেয় ১৩ জনের দল।
আরও পড়ুন প্রাথমিকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ উত্তর ২৪ পরগনাতে
অন্যদিকে, রাতের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে রায়পুর নিয়ে যাওয়া হল উদয়ন দাসকে। মাথায় টুপি, মুখে চুইংগাম। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক, নির্বিকার সাইকো কিলার। দেখে বোঝারই উপায় নেই, এতগুলো খুন করেছে সে। এবং ভরা আদালতে আকাঙ্খাকে খুনের কথাও স্বীকার করে নিয়েছে সে। শুধু তাই নয়, সূত্রের খবর পাওয়া গিয়েছে, গতকাল আদালতে গোপন জবানবন্দিতেও নিজের অপরাধ স্বীকার করেছে ভোপালের সিরিয়াল কিলার।
আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট জিতলেই বিরাটরা কত টাকা পাবেন জানেন?