ফের রক্ত ঝড়ল নানুরে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী

ফের রক্ত ঝড়ল নানুরে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। জখম তৃণমূল কর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বুলেট  আর ফুরোচ্ছে না। প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নানুর। নানুরে ফের গুলিবিদ্ধ হলেন একজন তৃণমূল কর্মী। এলাকায় বিধায়ক গদাধর হাজরার অনুগামী বলে পরিচিত সফিকুল। গদাধর গোষ্ঠীর অভিযোগ, দলেরই কাজল গোষ্ঠীর লোকজনই সাফিকুলকে খুনের চেষ্টা করে।

Updated By: Feb 6, 2016, 09:36 AM IST
 ফের রক্ত ঝড়ল নানুরে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী

ওয়েব ডেস্ক: ফের রক্ত ঝড়ল নানুরে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। জখম তৃণমূল কর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বুলেট  আর ফুরোচ্ছে না। প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নানুর। নানুরে ফের গুলিবিদ্ধ হলেন একজন তৃণমূল কর্মী। এলাকায় বিধায়ক গদাধর হাজরার অনুগামী বলে পরিচিত সফিকুল। গদাধর গোষ্ঠীর অভিযোগ, দলেরই কাজল গোষ্ঠীর লোকজনই সাফিকুলকে খুনের চেষ্টা করে।

সফিকুল মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন নাহিনা গ্রামে। গত সপ্তাহের বৃহস্পতিবার এই গ্রামই গুলি বোমার লড়াই-এ উঠে আসে খবরের শিরোনামে। তৃণমূলের কাজল শেখ গোষ্টীর সঙ্গে তৃণমূলেরই বিধায়ক গদাধর হাজরা গোষ্ঠীর সংঘর্ষ।তৃণমূলের এই দুই গোষ্ঠীর লড়াইয়ে রক্তাক্ত হচ্ছে নানুর। নানুর বিধানসভা এলাকায় ঢুকতে গেলে বাহিরিই মূল ফটক। আর বাহিরিই কাজলের গড়। বাহির়ির অদূরে নাহিনা গ্রাম।  আর এই নাহিনা গ্রামেই গদাধর গোষ্ঠীর কিছু সমর্থক রয়েছে। তাই  নানুরের লড়াইয়ে কাজল শেখের বিরুদ্ধে যেখানে যেখানে বন্দুক গর্জায় নাহিনা গ্রাম তার মধ্যে অন্যতম। তবে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, যিনি দাবি করেন জেলায় সিপিএমের অস্তিত্ব নেই, তিনিই নানুরের ঘটনায় সিপিএমের ছায়া দেখছেন। গুরুতর জখম সফিকুলকে  বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে।

.