খাগড়াগড় কাণ্ডে অভিযুক্তদের আইনজীবীদের হুমকি দিচ্ছে NIA:সুজাত ভদ্র
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের আইনজীবীদের হুমকি দিচ্ছে জাতীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। NIA-র বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনল মানবাধিকার সংগঠন বন্দিমুক্তি কমিটি। খাগড়াগড় তদন্তে NIA পদে পদে আইন ভাঙছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।
ওয়েব ডেস্ক:খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের আইনজীবীদের হুমকি দিচ্ছে জাতীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। NIA-র বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনল মানবাধিকার সংগঠন বন্দিমুক্তি কমিটি। খাগড়াগড় তদন্তে NIA পদে পদে আইন ভাঙছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।
খাগড়াগড়কাণ্ডে অভিযুক্তরা যাতে কোনও আইনি সহায়তা না পান, তা সুনিশ্চিত করতে অভিযুক্তদের আইনজীবীদের ভয় দেখাচ্ছে NIA। অভিযোগ মানবাধিকার কর্মী সুজাত ভদ্রর। খাগড়াগড় নিয়ে পরিকল্পিতভাবে একটি ধর্মের মানুষদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। খাগড়াগড় নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পেশ করে এমনই দাবি করেছে বন্দিমুক্তি কমিটি।
সুজাত ভদ্রের অভিযোগ,তদন্তের নামে নিরীহ মানুষকে হয়রান করার পাশাপাশি বেআইনিভাবে তাঁদের আটক করে অত্যাচার করছে জাতীয় তদন্ত সংস্থা।
যদিও NIA-র শীর্ষ কর্তারা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।