রক্তপরীক্ষা করাতে গিয়ে শ্লীলতাহানির স্বীকার, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক: নিরাপদ নয় স্বাস্থ্য কেন্দ্রও। নারীর নিরাপত্তায় রাস্তা থেকে সরকারি দপ্তর- সবেতেই নৈরাজ্যের ছবি। কলকাতার শহরতলি থেকে রাজ্যের প্রত্যন্ত গ্রাম, নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না নারীরা। কখনও বাসে-ট্রামে পথ চলতি অবস্থায় কখনও চকিৎসাকেন্দ্রে, বর্বরতার চিত্র অপরিবর্তিত।
সেই চিত্রই দেখা গেল বাঁকুড়ায়। বাঁকুড়ার ইন্দপুর স্বাস্থ্যকেন্দ্রে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ল্যাবরেটরির টেকনিশিয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার জ্বর নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার জন্য আসেন মহিলা। তাঁর রক্তপরীক্ষার নির্দেশ দেন চিকিত্সক। স্বাস্থ্যকেন্দ্রেই রয়েছে পিপিপি মডেল চলা ল্যাব। অভিযোগ রক্ত পরীক্ষার নামে মহিলার শ্লীলতাহানি করেন ল্যাব টেকনিশিয়ান। এরপরেই ওই কর্মীকে মারধর করেন মহিলার আত্মীয়েরা । অভিযুক্তকে তুলে দেওয়া হয় ইন্দপুর থানার পুলিসের হাতে।