সেপ্টেম্বরে চালু হতে চলেছে রাজ্যের আর এক বিমানবন্দর

অন্ডালের পর কোচবিহার। সেপ্টেম্বরে চালু হতে চলেছে রাজ্যের আর এক বিমানবন্দর। কোচবিহার বিমানবন্দরে পরিষেবা দিত স্পিরিট এয়ার। গত মার্চে উড়ান বন্ধ করে দেয় তারা। কেন্দ্র নতুন উড়ান নীতি নিয়ে আসায় অক্সিজেন পেয়েছে দেশের বেশ কিছু ছোট বিমানবন্দর। কোচবিহার তারই অন্যতম। কোচবিহারে নতুন করে পরিষেবা চালু করার নিয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। স্থির হয়েছে সেপ্টেম্বর থেকে কোচবিহারে স্পিরিট এয়ারের নয় আসনের বিমান ওঠানামা করবে।

Updated By: Jun 19, 2016, 08:30 PM IST
সেপ্টেম্বরে চালু হতে চলেছে রাজ্যের আর এক বিমানবন্দর

ওয়েব ডেস্ক: অন্ডালের পর কোচবিহার। সেপ্টেম্বরে চালু হতে চলেছে রাজ্যের আর এক বিমানবন্দর। কোচবিহার বিমানবন্দরে পরিষেবা দিত স্পিরিট এয়ার। গত মার্চে উড়ান বন্ধ করে দেয় তারা। কেন্দ্র নতুন উড়ান নীতি নিয়ে আসায় অক্সিজেন পেয়েছে দেশের বেশ কিছু ছোট বিমানবন্দর। কোচবিহার তারই অন্যতম। কোচবিহারে নতুন করে পরিষেবা চালু করার নিয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। স্থির হয়েছে সেপ্টেম্বর থেকে কোচবিহারে স্পিরিট এয়ারের নয় আসনের বিমান ওঠানামা করবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরেই ফের চালু হতে চলেছে অন্ডাল বিমানবন্দর। দুর্গাপুর থেকে কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে কম আসনের বিমান চালাতে চায় আঞ্চলিক উড়ান সংস্থা।

.