মালদায় ধর্ষণের চেষ্টা ধামাচাপা দেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে

Updated By: Nov 13, 2014, 09:23 PM IST
মালদায় ধর্ষণের চেষ্টা ধামাচাপা দেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে

মালদার ইংরেজবাজারে ধর্ষণের চেষ্টার অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। এঘটনায় ধৃত ধৃত রিন্টু শেখের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ বা শ্লীলতাহানির অভিযোগ দায়েরই করল না পুলিস। রিন্টু শেখের  বিরুদ্ধে  শুধুমাত্র খুনের চেষ্টা ও অনধিকারের প্রবেশের অভিযোগ এনেই দায় সেরেছে ইংরেজবাজার থানা। এদিন ধৃতের স্বপক্ষে আদালতে দাঁড়াননি কোনও আইনজীবী।

ধৃত রিন্টুকে আজ আট দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার দিনই, পুলিসি তদন্ত শুরুর আগে, সাফাই দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি মন্তব্য করেন, মালদায় কোনও অপরাধ হয়নি। ওই মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের কাছে গিয়েছিলেন। চাপের মুখে অভিযোগ নিলেও ছোট ঘটনা বলে দায় এড়িয়েছিলেন জেলা পুলিস সুপারও। এরপর ধৃতের বিরুদ্ধে  ধর্ষণের চেষ্টার অভিযোগ না আনায় পুলিসের ভূমিকা নিয়ে  ফের একবার প্রশ্ন উঠে গেল।

.