দিনহাটা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে আড়াল করছে পুলিস, অভিযোগ নির্যাতিতার পরিবারের

Updated By: Feb 15, 2015, 03:06 PM IST
দিনহাটা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে আড়াল করছে পুলিস, অভিযোগ নির্যাতিতার পরিবারের

দিনহাটা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে বাঁচাতে মরিয়া পুলিস। এমনই অভিযোগ নির্যাতিতার পরিবারের। জিজ্ঞাসাবাদের নামে অসুস্থ নির্যাতিতাকে ঘণ্টা তিনেক থানায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। অপরাধীদের না ধরে থানার মধ্যেই নির্যাতিতা ও তাঁর মা কে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে পুলিসের বিরুদ্ধে।

দিনহাটা ধর্ষণকাণ্ডে পুলিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই। এবার আরও গুরুতর অভিযোগ। জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়েছে নির্যাতিতাকে। এমন অভিযোগ তুলেছে পরিবার। শুধু তাই নয়, নির্যাতিতা নাবালিকাকে সাহায্যের বদলে তাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে পুলিসের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। তদন্তের নামে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দা রতন রায়কে বেধড়ক মারধরও করা হয়। আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি তিনি।

তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলার পুলিস সুপার। আইন আইনের পথে চলবে। ধর্ষণকাণ্ডে মন্তব্য বনমন্ত্রী বিনয় বর্মণের।

 

.