বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের পড়ুয়াদের

কর্তৃপক্ষের অনড় মনোভাবের জেরে বিপাকে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের পড়ুয়ারা। বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন চলছে। একশ্রেণির শিক্ষকরাও সামিল সেই আন্দোলনে। অথচ স্কুল কর্তৃপক্ষ নির্বিকার।  স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও অনিশ্চয়তার মুখে।

Updated By: Feb 13, 2015, 01:47 PM IST
বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের পড়ুয়াদের

ওয়েব ডেস্ক: কর্তৃপক্ষের অনড় মনোভাবের জেরে বিপাকে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের পড়ুয়ারা। বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন চলছে। একশ্রেণির শিক্ষকরাও সামিল সেই আন্দোলনে। অথচ স্কুল কর্তৃপক্ষ নির্বিকার।  স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও অনিশ্চয়তার মুখে।

শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের পরিচালনা নিয়ে অভিযোগ বহুদিনের। আদালত মারফত ভাষাগত সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পরও জট খোলেনি। এবার বাড়তি ফি নেওয়ার অভিযোগ ঘিরেই উত্তপ্ত হল শিলিগুড়ির এই শিক্ষাঙ্গন। বৃহস্পতিবার পথে নামে স্কুলের পড়ুয়ারা। পুলিসি ঘেরাটোপে চরমে ওঠে আন্দোলন।

কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধে  শিক্ষকদের একাংশও আন্দোলনে নেমেছেন।

সকলেরই ক্ষোভ স্কুলের পরিচালন সমিতির সচিব বি পি ডালমিয়ার বিরুদ্ধে।  ক্ষুব্ধ ছাত্ররা তাঁর কুশপুতুলও পোড়ায়। সেই সচিব অবশ্য অভিভাবক ফোরামের নেতাকেই দুষেছেন।

জট খুলতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন পড়ুয়া ও শিক্ষকরা।

.