কুকুরে কামড়ায়নি, তবু জ্বলাতঙ্কের আতঙ্কে তটস্থ সন্দেশখালির গ্রাম

কুকুরে কামড়ায়নি। তবু জ্বলাতঙ্কের আতঙ্কে তটস্থ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির বেশ কয়েকটি গ্রামের মানুষ। আতঙ্ক এমন পর্যায়ে পৌছেছে, যে বিনা কারণেই শয়ে শয়ে গ্রামবাসী প্রতিদিন প্রতিষেধক নিতে হাসপাতালে ছুটছেন।

Updated By: Jan 21, 2015, 08:47 AM IST

ওয়েব ডেস্ক: কুকুরে কামড়ায়নি। তবু জ্বলাতঙ্কের আতঙ্কে তটস্থ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির বেশ কয়েকটি গ্রামের মানুষ। আতঙ্ক এমন পর্যায়ে পৌছেছে, যে বিনা কারণেই শয়ে শয়ে গ্রামবাসী প্রতিদিন প্রতিষেধক নিতে হাসপাতালে ছুটছেন।

ইতিমধ্যেই কয়েকশো গ্রামবাসীকে জ্বলাতঙ্কের প্রতিষেধক দিয়েছে সন্দেশখালির খুলনা হাসপাতাল। মাস তিনেক আগে শীতুলিয়া গ্রামে রাসমেলা হয়। সেখানে প্রসাদ খেতে হাজির হয়েছিলেন কয়েকটি গ্রামের মানুষ। গ্রামবাসীরা জানতে পারেন, ভোগের রান্নায় যে সব গোরুর দুধ ব্যবহার করা হয়েছিল, তার একটিকে কুকুরে কামড়েছে। এমনকি ওই সেকারণে ওই গোরুটির মৃত্যু হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তারপরই জ্বলাতঙ্কের প্রতিষেধক নেওয়ার হিড়িক পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে।

.