রিক্সা চালকের বিরল সততা দেখল রায়গঞ্জ

গরিব রিকশা চালক সদানন্দ মণ্ডল। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় দশা। তবু সততার পথ থেক সরতে নারাজ বছর পয়তাল্লিশের এই রিকশাচালক।

Updated By: Jun 24, 2016, 11:26 PM IST
রিক্সা চালকের বিরল সততা দেখল রায়গঞ্জ

ওয়েব ডেস্ক: গরিব রিকশা চালক সদানন্দ মণ্ডল। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় দশা। তবু সততার পথ থেক সরতে নারাজ বছর পয়তাল্লিশের এই রিকশাচালক।

 

প্রায় সত্তর হাজার টাকা দামের দুটি সোনার চূড় হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গয়নার মালিক,  রায়গঞ্জেরই সুদর্শনপুরের বাসিন্দা শঙ্করী রায়।

 

শঙ্করীদেবীও ছোট চায়ের দোকান চালান। বহুদিনের জমানো টাকায় কিনেছিলেন দুটি সোনার চূড়। কিন্তু অটোয় ফেরার সময় গয়নাসমেত ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগটি কুড়িয়ে পান রিকশা চালক সদানন্দ মণ্ডল। তাঁর এলাকার একজন পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে, জেলার চেম্বার অফ কমার্সের সহযোগিতায়, তাঁদেরই অফিসে সেই গয়না শঙ্করীদেবীকে ফিরিয়ে দিয়েছেন তিনি।

প্রতিবন্ধী কমনওয়েলথজয়ীর নামে রাস্তা নিয়ে তুমুল অশান্তি

সততার কোনও দাম হয় না। তবু শঙ্করী রায় ও অন্যান্য ব্যবসায়ীরা ছ হাজার টাকা তুলে দেন সদানন্দবাবুর হাতে।

.