মালদা স্টেশনে উচ্ছেদ অভিযানে হকারের ছোঁড়া ইটের আঘাতে মৃত্যু জওয়ানের
হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মালদা স্টেশন। বিক্ষোভরত হকারদের ছোঁড়া ইটের ঘায়ে মৃত্যু হয়েছে এক আরপিএফ জওয়ানের। আজ সকালে স্টেশন চত্বর থেকে হকারদের বাধা দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন আরপিএফ জওয়ানরা। জওয়ানদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন হকাররা। ইটের আঘাতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরপিএফ কনস্টেবলের।
ওয়েব ডেস্ক: হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মালদা স্টেশন। বিক্ষোভরত হকারদের ছোঁড়া ইটের ঘায়ে মৃত্যু হয়েছে এক আরপিএফ জওয়ানের। আজ সকালে স্টেশন চত্বর থেকে হকারদের বাধা দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন আরপিএফ জওয়ানরা। জওয়ানদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন হকাররা। ইটের আঘাতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরপিএফ কনস্টেবলের।
অবস্থা আয়ত্তে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় আরপিএফ। গোলমালের সূত্রপাত হয় আজ সকালে। স্টেশন কর্তৃপক্ষ আজ এই মর্মে নির্দশিকা জারি করেন যে, এক ও দু নম্বর প্ল্যাটফর্মে হকারি করা যাবে না। হকারি করা যাবে তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে। এরপরেই নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ হকাররা।