রাজ্যে ভোট মিটলেও ভোট চলছে হুগলি, বর্ধমানে

হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের একটি বুথে আজ চলছে পঞ্চায়েতের পুনর্নিবাচন। নির্বাচনের দিন নির্দল প্রার্থী অতনু দাস ব্যালট বাক্স ফেলে দেওয়ায় এবং গণনার দিন গণ্ডগোল শুরু হওয়ায় আজ ফের ভোট নেওয়া হচ্ছে এই বুথে।

Updated By: Aug 1, 2013, 10:12 AM IST

হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের একটি বুথে আজ চলছে পঞ্চায়েতের পুনর্নিবাচন। নির্বাচনের দিন নির্দল প্রার্থী অতনু দাস ব্যালট বাক্স ফেলে দেওয়ায় এবং গণনার দিন গণ্ডগোল শুরু হওয়ায় আজ ফের ভোট নেওয়া হচ্ছে এই বুথে।
অন্যদিকে, বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকে ৫৫টি এবং মন্তেশ্বর ব্লকের একটি বুথেও পুনর্নিবাচন শুরু হয়েছে। এই বুথগুলিতে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সিপিআইএম এজেন্টদেরও বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও সাতগাছিয়া দুই নম্বর তাঁতিবক্সের একটি বুথে তাঁদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিআইএমের।

.