মুম্বইয়ে নাশকতার হুমকি ফোনের সিমের ঠিকানা এরাজ্যই, গ্রেফতার রায়গঞ্জের মোবাইল দোকানের মালিক ও কর্মচারী
মুম্বইয়ে নাশকতার হুমকি ফোনে সিম কার্ড কেনা হয়েছিল এরাজ্য থেকেই। তদন্তে নেমে গ্রেফতার রায়গঞ্জের মোবাইল দোকানের মালিক ও কর্মচারী।
ব্যুরো: মুম্বইয়ে নাশকতার হুমকি ফোনে সিম কার্ড কেনা হয়েছিল এরাজ্য থেকেই। তদন্তে নেমে গ্রেফতার রায়গঞ্জের মোবাইল দোকানের মালিক ও কর্মচারী।
ফোনে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কল ট্র্যাক করে জানা যায় ফোনটি গিয়েছিল রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকা থেকে। মুম্বই পুলিসের কাছে এই তথ্য জানতে পেরে তদন্তে নামে রাজ্য পুলিস। দেখা যায়, ওই সিমকার্ডটি বিক্রি হয়েছিল রায়গঞ্জের ছায়া কমিউনিকেশন নামে একটি মোবাইল দোকান থেকে। এরপরই দোকানের মালিক শুভাশিস সরকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। ভুয়ো নথি দিয়েই ওই সিম কার্ডটি কেনা হয়েছিল। সেই নথির সঙ্গেই ওই দোকানের কর্মচারীর হাতের লেখা মিলে যায়। এরপরই দোকানের মালিক ও কর্মচারীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয়। তবে উড়ো ফোনটি কারা করেছিল তা এখনও জানা যায়নি।