সততার নজির, লাখ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন ট্যাক্সি চালক

সততার নজির। লাখ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন এক ট্যাক্সি চালক। ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের।রবিবার সকালে মেচেদা থেকে ট্যাক্সি ভাড়া করে রওনা হয়েছিলেন রাধাকৃষ্ণ ভট্টাচার্য। ব্যাগে ছিল ফ্ল্যাটের কিস্তি জমা দেওয়ার এক লক্ষটাকা। ছনম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে ট্যাক্সিটি খারাপ হয়ে যায়। টাকা ভর্তি ব্যাগ ট্যাক্সিতে ফেলেই নেমে যান রাধাকৃষ্ণ ভট্টাচার্য।

Updated By: Aug 17, 2015, 10:10 AM IST
সততার নজির, লাখ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন ট্যাক্সি চালক

ব্যুরো: সততার নজির। লাখ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন এক ট্যাক্সি চালক। ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের।রবিবার সকালে মেচেদা থেকে ট্যাক্সি ভাড়া করে রওনা হয়েছিলেন রাধাকৃষ্ণ ভট্টাচার্য। ব্যাগে ছিল ফ্ল্যাটের কিস্তি জমা দেওয়ার এক লক্ষটাকা। ছনম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে ট্যাক্সিটি খারাপ হয়ে যায়। টাকা ভর্তি ব্যাগ ট্যাক্সিতে ফেলেই নেমে যান রাধাকৃষ্ণ ভট্টাচার্য।

ব্যাগ পেয়ে তত্ক্ষাণাত তা ডোমজুড়ে থানায় নিয়ে যান ট্যাক্সি চালক জয়ন্ত ভড়। ব্যাগে ফোন নম্বর পেয়ে যোগাযোগ করা হয় রাধাকৃষ্ণবাবুর সঙ্গে। ট্যাক্সি চালকের দৌলতেই  একলক্ষ টাকা সমেত ব্যাগ ফিরে পান তিনি।

 

.