স্কুল উন্নয়নের টাকায় তোলার দাবি; অভিযোগের তির তৃণমূলের দিকে
স্কুল উন্নয়নের টাকা থেকে তোলা চাওয়া হচ্ছে। তৃণমূল পরিচালিত স্কুল পরিচালন কমিটির সম্পাদক-সভাপতির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। অভিযোগকারী আর কেউ নন, খোদ ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। অভিযোগ, দাবি না মানায় হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। যদিও স্কুল সম্পাদক তথা তৃণমূল নেতা অরুণ ঘোষ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, ছাত্রদের একাংশকে নিয়ে যড়যন্ত্র করছেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।
স্কুল উন্নয়নের টাকা থেকে তোলা চাওয়া হচ্ছে। তৃণমূল পরিচালিত স্কুল পরিচালন কমিটির সম্পাদক-সভাপতির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। অভিযোগকারী আর কেউ নন, খোদ ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। অভিযোগ, দাবি না মানায় হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। যদিও স্কুল সম্পাদক তথা তৃণমূল নেতা অরুণ ঘোষ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, ছাত্রদের একাংশকে নিয়ে যড়যন্ত্র করছেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।
অভিযোগ, গত ১৮ ডিসেম্বর সম্পাদক স্কুলে ঢুকে এক ছাত্রকে মারধর করেন। এর প্রতিবাদে স্কুল গেটের বাইরে অনশন শুরু করে ছাত্ররা। কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
গোটা ঘটনা ঘিরে তীব্র চাপান-উতোর তৈরি হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।