মন্ত্রীর বাবার নামে নামকরণ করতে হবে স্কুলের, বিক্ষোভে জাতীয় সড়ক অবরোধে ছাত্ররা

যত কাণ্ড নাম নিয়ে। ষাট বছর ধরে চলে আসা নাম, আচমকাই বদলে ফেলার নির্দেশ। বিতর্কের কেন্দ্রে, ইসলামপুর হাইস্কুল। মন্ত্রী করিম চৌধুরীর বাবার নামে স্কুলের নাম বদলের নির্দেশ এসেছে। বেঁকে বসেছেন প্রধান শিক্ষক। বিদ্রোহী ছাত্ররাও। বিক্ষোভে উত্তাল স্কুল।

Updated By: Jul 31, 2015, 10:22 PM IST
মন্ত্রীর বাবার নামে নামকরণ করতে হবে স্কুলের, বিক্ষোভে জাতীয় সড়ক অবরোধে ছাত্ররা
প্রতীকী ছবি

ব্যুরো: যত কাণ্ড নাম নিয়ে। ষাট বছর ধরে চলে আসা নাম, আচমকাই বদলে ফেলার নির্দেশ। বিতর্কের কেন্দ্রে, ইসলামপুর হাইস্কুল। মন্ত্রী করিম চৌধুরীর বাবার নামে স্কুলের নাম বদলের নির্দেশ এসেছে। বেঁকে বসেছেন প্রধান শিক্ষক। বিদ্রোহী ছাত্ররাও। বিক্ষোভে উত্তাল স্কুল।

১৯৫৬-এর আগের কথা। ইসলামপুর মহকুমা তখন বিহারের অন্তর্ভুক্ত। এই স্কুলের নাম ছিল চৌধুরী মহম্মদ ইউসুফ হাইস্কুল। ইসলামপুর বাংলার অন্তর্ভুক্ত হওয়ার পর, নাম বদলে হয় ইসলামপুর হাইস্কুল। ৬০ বছর পর নাম-বিতর্কে জড়িয়ে পড়ল এই স্কুল। নির্দেশ এসেছে, মন্ত্রী করিম চৌধুরীর বাবা প্রয়াত ইউসুফ চৌধুরীর নামে ফের বদলে ফেলতে হবে স্কুলের নাম। এসংক্রান্ত কাগজপত্র শুক্রবার প্রধান শিক্ষকের হাতে তুলে দেন স্কুল পরিচালন সমিতির সভাপতি কাইজার চৌধুরী। এরপরই শুরু বিক্ষোভ। পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান শিক্ষক। 

বাধ সেধেছে ছাত্ররাও। স্কুলে বিক্ষোভ থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ। প্রতিবাদে পথে পড়ুয়ারা। পুলিসের হস্তক্ষেপে ঘণ্টা দুয়ের পর অবরোধ উঠলেও, উত্তেজনা এতটুকু কমেনি। পরিচালন সমিতির সভাপতি কাইজার চৌধুরী দাবি করেছেন, সবই হচ্ছে নিয়ম মেনে। নাম নিয়ে টানাটানিতে লাটে উঠবে না তো পড়াশোনা? সিঁদুরে মেঘ দেখছে শিক্ষা মহল। 

Tags:
.